সারা বাংলাদেশে নতুন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধিনে মোট ৫০০০ টি "শেখ রাসেল ডিজিটাল ল্যাব" ও ৩০০ টি সংসদীয় আসনে ৩০০ টি "স্কুল অব ফিউচার" স্থাপিত হচ্ছে।
বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় উক্ত প্রকল্পের অধিনে নতুন ১৪ টি "শেখ রাসেল ডিজিটাল ল্যাব" ও ০১ টি "স্কুল অব ফিউচার" স্থাপিত হচ্ছে। এছাড়া পুরাতন ০৬ টি "শেখ রাসেল ডিজিটাল ল্যাব" চালু রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা কার্যালয়, চিতলমারী এর সহযোগিতায় বিভিন্ন দপ্তরে ই-নথি বাস্তবায়ন, ওয়েব পোর্টাল হালনাগাদকরণ সহ অন্যান্য সেবা ডিজিটাল ভাবে সহজীকরণ কাজ চালু রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS